পাকুয়াহাটে শুরু হল বইমেলা ও প্রদর্শনী ২০২৫, যৌথ উদ্যোগে হবিবপুর–বামনগোলা ব্লক #বামনগোলা —— হবিবপুর ও বামনগোলা ব্লকের যৌথ উদ্যোগে বুধবার দুপুর বারোটা থেকে শুরু হল পাকুয়াহাট বইমেলা ও প্রদর্শনী ২০২৫। পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয় মাঠে এদিন বইমেলার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি পাকুয়াহাট এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এরপর বইমেলার প্রবেশদ্বারে ফিতে কেটে অতিথিদের বরণ করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী