মঙ্গলবার বিকেলে বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত ১১তম বর্ষ মিউনিসিপ্যাল সকার কাপের ১২তম ম্যাচে নবদ্বীপ মিলন সংঘকে ২-১গোলে পরাজিত করে প্রি-কোয়াটার ফাইনালে যাওয়ার ছাড়পত্র পেয়ে যায় নিউ শিব শংকর ক্লাব,এদিন খেলার প্রথমঅর্ধে ২ গোলে এগিয়ে যায় নিউ শিব শংকর ক্লাব,দ্বিতীয় অর্ধে একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত নিউ শিবশঙ্কর ক্লাবের কাছে পরাজিত হয়ে সকার কাপ থেকে বিদায় নিতে হয় বিগত চারবারের চ্যাম্পিয়ন ও একবারের রানার্স নবদ্বীপ মিলন সংঘকে।