দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকায় মকর সংক্রান্তির পূণ্য দিনে ডাংডুং ঘাটে আগত পুণ্যার্থীদের ভোগান্তি। আজ পৌষ মাসের সংক্রান্তি। মকর সংক্রান্তি হিসেবে এই দিনটি হিন্দু সনাতনী রীতিনীতিতে এই বিশেষ দিনের মহত্ত্ব গুরুত্ব অনেক বেশি। বেশিরভাগ মানুষজন নদী ঘাটে গিয়ে স্নান করে পূজা পাঠ করে থাকেন। সেই মতো ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তবর্তী সুবর্ণরেখা নদীর ডাংডু় ও দুলমি ঘাটে প্রতিবছরের নেই এই বছরেও ব্যাপক সংখ্যক পূর্ণ্যার্থীদের সমাগম লক্ষ্য করা যায়। তবে এই যাত্রা পথে