শনিবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর নেপরা এলাকা থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। জানা যায় আজ সকাল বেলা সকলে মিলে খাওয়া-দাওয়া করার পর বাড়ির লোকেরা কাজে যায়। বাড়িতে ওই যুবতী ও তার ঠাকুমা ছিল। ঠাকুমা ঘর থেকে বের হয়ে উঠানে গেলে এদিকে ওই যুবতী ঘরের মধ্যে রাখা কাপড় দিয়ে নিজের শোয়ার ঘরে ঝুলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই যুবতীর নাম তাপসী রবিদাস বয়স ২২ বছর।