নলহাটি ২: বারা এক ও দুই অঞ্চলে SIR সংক্রান্ত সহায়তা কেন্দ্রে বৈঠক সারলেন বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী
নলহাটি দুই নম্বর ব্লকের বারা এক নম্বর অঞ্চলের বারা গ্রামের উনিশ পাড়া ও বারা দুই নম্বর অঞ্চলের শুক্রাবাদ গ্রামে তৃণমূলের বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা অর্থাৎ SIR ক্যাম্পে অনুষ্ঠিত হয় বৈঠক। সহায়তা কেন্দ্র গুলি যাতে সজাগ থাকে ও এখনো এলাকার সাধারণ মানুষের পাশে থেকে SIR সংক্লান্ত বিভিন্ন রকমের কাজ চালিয়ে যায় সেই বিষয়ে সমস্ত BLA ও বুথ সভাপতিদের নিয়ে এই বৈঠক।ঐ বৈঠকে ক্যাম্পের কাজ কর্ম খতিয়ে দেখতে হাজির হন এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী।