শুক্রবার বিকেলে নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে প্রায় পাঁচ হাজারেরও বেশি ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ১১তম বর্ষ মিউনিসিপ্যাল সকার কাপের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হয়,প্রতিদ্বন্দ্বিতা করে সকার কাপের ইতিহাসে দুবারের রানার্স আপ নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব বনাম এই প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করা পান্ডুয়ার বি এন স্পোর্টস একাডেমী,ম্যাচের দুটি অর্ধে প্রাধান্য রেখে বিজয়ী হয় পান্ডুয়ার দলটি,ম্যাচের অন্তিম লগ্নে জয়সূচক গোলটি করে মার্শাল কিস্কু।