বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বসিরহাট। আজ, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা বসিরহাট থানার প্রধান গেট আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছে এবং পুলিশ প্রশাসন দোষীদের আড়াল করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উত্তপ্ত জনতাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। বিজেপি নেতৃত্বের দাবি,