তমলুক: বিরোধী দলনেতার গড়ে BJPর ভাঙন,বৃন্দাবনচকের ১১টি পরিবার আজ BJPতে যোগদান করলো,
পূর্ব মেদিনীপুর জেলার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচকের ১১টি পরিবার আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূল কংগ্রেস যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত কুমার রায়,জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর,কোর কমিটিরসদস্য সেক সুফিয়ান,সেক সামসুল ইসলাম,বাপ্পাদিত্য গর্গ অজয় মন্ডল,গোকুলনগর অঞ্চল তৃণমূল সভাপতি শঙ্কর দাস সহ অন্যান্যরা। BJP ত্যাগীদের বক্তব্য শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রীর মন কি বাত