খোয়াই: বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রশাসনিক শিবির পরিদর্শন মহকুমা শাসকের; পরবর্তীতে তুলে দিলেন সার্টিফিকেট
Khowai, Khowai | Dec 2, 2025 এদিন পরবর্তীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াইয়ের মহাষকুমা শাসক নির্মল কুমার খোয়াই মহকুমা শাসক কার্যালয় কর্তৃক আয়োজিত বিশেষ প্রশাসনিক শিবিরে উপস্থিত হওয়ার বিকেল তিনটা নাগাদ। পরবর্তীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে মানে ছাত্র-ছাত্রীদের হাতে পিআরটিসি সার্টিফিকেট তুলে দেন।