বাগদা: 72 তম নিখিল ভারত সমবায় সমিতি সপ্তাহ সাড়ম্বরে পালিত হলো বাগদা সমবায় সমিতি কমিটির উদ্যোগে নলডুগারি সমবায় সমিতিতে।
72 তম নিখিল ভারত সমবায় সমিতি সপ্তাহ সাড়ম্বরে পালিত হলো বাগদা সমবায় সমিতি কমিটির উদ্যোগে নলডুগারি সমবায় সমিতিতে। উপস্থিত ছিলেন গাইঘাটা থানার ওসি, সমবায় সমিতির সরকারি আধিকারিক, এবং অনান্য সদস্যরা । পদযাত্রা থেকে শুরু করে গান এবং নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়।