শান্তিপুর: আবারও এসআইআর নিয়ে অভিযোগ শান্তিপুরে,পাসপোর্ট সহ সমস্ত বৈধ কাগজ থাকার পরও শুনানিতে ডাক, ক্ষোভ উগরে দিলেন এক যুবক
আবারও এসআইআর নিয়ে অভিযোগ শান্তিপুরে,পাসপোর্ট সহ সমস্ত বৈধ কাগজ থাকার পরও শুনানিতে ডাক, ক্ষোভ উগরে দিলেন এক যুবক। সূত্রের খবর, শান্তিপুরের গোপাল পুরের বাসিন্দা ফিরোজ আলী শেখ নামের এক যুবক কে এসআইআর এর শুনানির জন্য শান্তিপুর বিডিও অফিসে ডাকা হয়। ওই যুবকের দাবি, তার বাবা মা সহ পরিবারের সবার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। তার কাছে পাসপোর্ট সহ অন্যান্য নথিও রয়েছে। তার পরও তাকে অকারণে শুনানির জন্য ডাকা হয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন ওই যুবক।