সোমবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারদা শিশু তীর্থের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম তথা ‘জাতীয় যুব দিবস’ পালিত হলো। অনুষ্ঠানের শুরুতে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবর্গ। উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।