ইলামবাজার: জয়দেব নির্বাক আশ্রমে সহযোগিতায় ও ওয়েস্ট বেঙ্গল ভলানটারী ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়
জয়দেব কেন্দুলি নিম্বার্ক আসামে সহযোগিতায় ও ওয়েস্ট বেঙ্গল ভলানটারী ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বেলা ১১টা নাগাদ। কমবেশি ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন।সর্বধর্ম নির্বিশেষে পুরুষ এবং মহিলা এর রক্তদান শিবিরের অংশ নেয়।বোলপুর মহকুমা হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারের মধ্য দিয়ে এরই রক্তদান শিবির পরিচালিত হয়।