পাঁশকুড়া পৌরসভার আয়োজনে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার থেকে চালু হল "মা" ক্যান্টিন।মাত্র ৫ টাকায় পেয়ে যাবেন ভাত,ডাল, সবজি ও ডিম।সকাল ৯-১০টা পর্যন্ত কুপন কাটা হবে, জরুরী বিভাগে, দুপুর ১ টার পর খাওয়ার পাওয়া যাবে।উদ্বোধনের উপস্থিত তমলুক মহকুমা শাসক ও পাঁশকুড়া পৌর প্রশাসক দিব্যেন্দু মজুমদার, পাঁশকুড়া রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসিত ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বুধবার দুপুর দুটো নাগাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।