উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাজের দাবিতে হলদিয়ার হিন্দুস্তান ইউনিলিভার কারখানার গেটে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সোমবার সকালে হলদিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে হিন্দুস্তান ইউনিলিভার কারখানা গেটে প্ল্যাকার্ড হাতে নিয়ে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিক্ষোভে সামিল হয়। ঘটনাস্থলে পৌঁছয় হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। কারখানা কর্তৃপক্ষ এলাকার বাসিন্দাদের কাজের অগ্রাধিকার না দিয়ে বাইরে থেকে লোক এনে কাজে নিযুক্ত করছে বলে অভিযোগ।