বাসন্তী: বাসন্তী চুনাখালি ফেরিঘাটের রাস্তার শুভ উদ্বোধন হল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল।
বাসন্তী ব্লকে চুনাখালি ফেরিঘাটের রাস্তার শুভ উদ্বোধন। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল, সহ বাপ্পাদিত্য নস্কর এবং বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজাগাজী ও চুনোখালি অঞ্চল সভাপতি অরবিন্দ নস্কর এবং নিমাই মালি সহ চুনাখালী অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্যা উপস্থিত ছিলেন। রবিবার সকাল ন টায় রাস্তা উদ্বোধন হল।