ঘুষি মেরে গিনেস বুকে বারাসাতের দিব্যজ্যোতি দুটি হাতে ডিম নিয়ে এক মিনিটে ৩৩১ টি পাঞ্চ করে অর্থাৎ ঘুষি মেরে ইতিহাসের পাতায় নাম উঠলো বারাসাত নবপল্লীর বাসিন্দা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি সরকারের । চলতি মাসের এক তারিখ সন্ধ্যায় ইমেইলের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তার কৃতিত্বের আনুষ্ঠানিক নিশ্চিতকরুন পেয়েছিলেন । আজ বিকেল চারটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বারাসাতের দিব্যজ্যোতি শুনুন