কোচবিহার ১: ডিসেম্বরে উদ্বোধন হবে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি
কোচবিহার পৌরসভার উদ্যোগে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুরের মূর্তি তৈরি হচ্ছে কোচবিহার আমতলা সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার একটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান মূর্তির কাজ প্রায় সম্পন্ন অল্প বিস্তার কাজ রয়েছে মূর্তির। আগামী ডিসেম্বর মাসেই উদ্বোধন হবে এই মূর্তিটির কি জানাচ্ছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে নেওয়া যাক।