ভগবানগোলা ২: বেপরোয়া বাইকের ধাক্কায় আহত তিন, চাঞ্চল্য নিমতলায়
ভগবানগোলা, বৃহস্পতিবারঃ আজ বৃহস্পতিবার বিকেল প্রায় চারটা নাগাদ ভগবানগোলা-আখরীগঞ্জ রাজ্য সড়কের নিমতলা এলাকায় ঘটে একটি গুরুতর সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া গতিতে আসা মোটরবাইক আচমকা একটি টোটোর সামনে চলে আসে। ফলে সজোরে ধাক্কা লাগে দু’টি গাড়ির মধ্যে, আর তাতেই গুরুতরভাবে আহত হন টোটোতে থাকা তিনজন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ভগবানগোলার কানা পুকুর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়