আজ কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা. সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড়. পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয় সেই পরীক্ষা দিতেই রবিবার সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড়। ঘটনাস্থলে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তার পরিদর্শনে আছেন কালনার এসডিপিও শুভদীপ ঘোষ। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনরকম ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স গেজেট, পেপার, পেন মোবাইল কোন কিছু নিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না এমনও মাইকিং এর সাহায্যে প্রচার