পাত্রসায়র: পাত্রসায়ের ব্লকে বিভিন্ন দাবি নিয়ে কৃষক ও খেতমজুরদের নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত করা হয়
আজ বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, নতুন করে জব কার্ডে নাম তোলা, সারের কালোবাজারি বন্ধ করা, ১০০ দিনের দৈনিক মজুরি ৮০০ টাকা করা সহ কৃষক ও খেতমজুরদের বিভিন্ন দাবি নিয়ে অনেক মহিলা সহ কয়েকশত কৃষক ও খেতমজুর কাঁকরডাঙা মোড় থেকে প্রায় চার কিলোমিটার পথ মিছিল করে ব্লকের বিডিও-র কাছে তাদের দাবিপত্র পেশ করেন।