গাজোল: মুখ্যমন্ত্রী সফরের আগে হেলিকপ্টার মহড়া করলেন গাজোল কলেজ সংলগ্ন মাঠে ও সভার মঞ্চের কাজ প্রস্তুতি জোর কদমে চলছে
Gazole, Maldah | Dec 1, 2025 মালদার গাজোলের কলেজ মাঠে মুখ্যমন্ত্রী জনসভার আগে গাজোল কলেজ সংলগ্ন ময়দানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে।সেখানে আজ সোমবার বেলা একটা নাগাদ। ট্রায়াল দেয় হেলিকপ্টার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হেলিকপ্টারের তেল ভরা হয়। তারপর হেলিকপ্টারের সঙ্গে হেলিকপ্টার থেকে নামার অস্থায়ী সিরি সেটিং করে দেখা হয়। এই নিয়ে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ছিল হেলিপ্যাড জুড়ে। পাশাপাশি গাজোল কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চের তৈরির কাজ জোর কদমে চেছে। সভা মঞ্চের মাঠে র