ইংরেজবাজার: জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালিত
প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়। এইডস যার মূল কারণ হল এইচআইভি ভাইরাস, তা একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ। ১৯৮৮ সাল থেকে পালিত হয়ে আসা এই দিনটির উদ্দেশ্য হলো রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশ করা এবং এই মারণ ভাইরাসের কারণে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণ করা। সেই মত আজ মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালিত হয়।