সারা রাজ্যের সাথে সাথে জাঁকিয়ে শীত নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়াতেও, সকাল থেকেই জুবুথুবু অবস্থা এলাকাবাসীর, সারা রাজ্যেই ডিসেম্বরের শেষদিকে জাঁকিয়ে শীত পড়েছে, পারদ নেমেছে আনুমানিক ১২ ডিগ্রীতে আর এই অবস্থায় নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় আজ সকাল থেকেই মানুষের জুবুথুবু অবস্থা, সারাদিন রোদ না ওঠায় বিকেলের দিকে আরও ভয়াবহ অবস্থা, মাজদিয়া বাজার সহ রেলস্টেশনে দেখা গেলো মানুষজন আগুন পোহাচ্ছে, শীতে কাজকর্মও শিকেয় উঠেছে আর রোদ না ওঠায় আরও কাবু মানুষজন আর আজ