নারায়ণগড়: নারায়নগড়ের বিভিন্ন বুথ পরিদর্শন করে এস আই আর ফরম ফিলাপের সমস্যা খতিয়ে দেখলেন বিধায়ক
রাজ্যে চলছে এসআই আর ফরম ফিলাপ। সেই ফরম ফিলাপে মানুষের কোন সমস্যা যাতে না হয় রাজনৈতিক দলগুলি সহায়তা শিবির খুলেছে। শনিবার নারায়ণগড় ব্লকের একাধিক বুথে ঘুরে ঘুরে ফরম ফিলাপ করতে কোন সমস্যা হচ্ছে কিনা খতিয়ে দেখলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। এদিন তিনি মানুষের সঙ্গে কথা বলেন এবং সমস্যা হচ্ছে কিনা জানার চেষ্টা করেন।