রানাঘাট ১: শান্তিপুরে স্ত্রীকে বিষ খাইয়ে আত্মহত্যা স্বামীর,মৃত্যু স্ত্রী ও স্বামীর,দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য এলো রানাঘাট মর্গে
শান্তিপুরে স্ত্রীকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর,স্ত্রীর পর মৃত্যু হলো স্বামীরও সূত্রের খবর, শান্তিপুরের এক নম্বর শান্তিনগর এলাকার বাসিন্দা এক ব্যক্তি শনিবার দুপুরে তার স্ত্রীকে বিষ খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকেরা বিষয়টি দেখতে পেয়ে ওই দম্পতিকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করলে রবিবার ভোর রাতে মৃত্যু হয় স্ত্রীর। আর রবিবার সকালে মৃত্যু হয় স্বামীরও।