তুফানগঞ্জ ১: খবরের জের, অবশেষে তুফানগঞ্জে বন্ধু মন্টির সাক্ষাৎ পেলো প্যারিস থেকে বন্ধুর সঙ্গে দেখা করতে আসা প্যারিসের নাগরিক ওস্তাব
খবর পেয়ে তুফানগঞ্জ এর বন্ধু মন্টে ওরফে মন্টি প্যারিসের বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসেন নিজের বাড়িতে। জানা গেছে প্রায় বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় প্যারিসের ওস্তাব এর সাথে চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি কদমতলা এলাকার প্রসেনজিৎ চন্দ ওরফে মন্টে ওরফে মনটি র। সেই বন্ধুই গত ২২ শে নভেম্বর তুফানগঞ্জ আসেন। কিন্তু মনটের মোবাইল নম্বর বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যেতে থাকেন। সেই খবর ২৩ শে নভেম্বর সম্প্রচারণ করা হয়েছিল। তার জেরেই মনটে কে খুঁজে পায়