মঙ্গলবার শীতলকুচি ব্লকের খলিসামারি অঞ্চলের অন্তর্গত খলিসামারি অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে খলিসামারি অঞ্চলের প্রত্যেকটি বুথের তৃণমূল কংগ্রেসের বি এল এ টুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায় চলমান এসআইআরের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং সাধারণ ভোটাররা যাতে কোন সমস্যায় না পড়ে সে বিষয়ে খলিসামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বি এল এ টুদের অবগত করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।