পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার ধোবা এলাকায় অন্য জায়গা থেকে ট্রাক্টর বোঝায় মাটি নিয়ে এসে রাস্তার ধারে জায়গা ভরাট, পাশেই রয়েছে নিকাশি নালা তাও হচ্ছে ভরাট, আগামী দিনে বর্ষার জলেই এলাকায় হবে বন্যা, পাশাপাশি নিকাশি ব্যবস্থার হবে ব্যাপক সমস্যা। এদিন সোমবার নাদনঘাট থানার পুলিশের তরফে তিনটি মাটি বোঝাই ট্রাক্টার ও একটি জেসিবি আটক করল তারা। স্থানীয় এলাকাবাসীদের তরফে এক ব্যক্তি তিনি জানান এইভাবে মাটি ভরাট হলে এলাকায় জল নিকাশির সমস্যা হবে।