ক্যানিং ১: ক্যানিং মহকুমা শাসকের দফতরে বিএলও সুপারভাইজারদের সাথে বৈঠক করলেন পর্যবেক্ষক সি মুরাগন
বি এল ও সুপারভাইজারদের সাথে বৈঠক করে তাঁদেরকে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দেন পর্যবেক্ষক। প্রতিটি ফর্ম সঠিক ভাবে স্কুটিনি করার নির্দেশ দেন। কোথাও কোন বুথে সন্দেহজনক কিছু মনে হলে সুপারভাইজাররা যাতে নিজেরা গিয়ে তদন্ত করেন সেই এলাকা সেই বার্তাও দেওয়া হয়। একটিও সঠিক ভোটারের নাম যাতে বাদ না যায়, তেমনি একটিও মিথ্যা ভোটারের নাম যাতে তালিকায় না থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে কোন কথাই বলেন নি তিনি।