'VIP পরিচয়' দিতে বাইকে লালবাতি! মডিফাই সাইলেন্সার খুলে জরিমানা দত্তপুকুর ট্রাফিক পুলিশের, অভিযানে খুশি স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া 'সেভ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচির ভিত্তিতে পথ দুর্ঘটনা কমাতে প্রতিনিয়ত সচেতনতা অভিযান চালাচ্ছে রাজ্যের ট্রাফিক পুলিশ। হেলমেট পরা ও ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করা সত্ত্বেও ৩৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার হার না কমায় এবার কড়া পদক্ষেপ নিল বারাসাত জেলা পুলিশের অন্তর্গত দত্তপুকুর ট্রাফিক পুলিশ