তেলিয়ামুড়া: BJP কল্যাণপুর মন্ডলের উদ্যোগে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে সম্মেলন করা হয়
শনিবার দুপুর ২ ঘটিকায় বিজেপি কল্যাণপুর মন্ডলের উদ্যোগে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে সম্মেলন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর বিজেপি মন্ডল সভাপতি নিতাই বলসহ অন্যান্যরা।