পুরুলিয়া ২: বরাবাজারের বান্দোয়ান এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, সম্পন্ন হল ময়নাতদন্ত
বাড়ির অদূরে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । বরাবাজার থানা এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে । মৃত ব্যক্তির নাম অংকুর মাহাতো । আজকে পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গে মৃতদেহটির ময়না তদন্ত করানো হয় এবং দেহটি তুলে দেওয়া হয় আত্মীয়দের হাতে ।