বুধবার বিকেলে তুফানগঞ্জ থানা সূত্রে জানানো হয় গোপন সূত্র খবর পেয়ে তুফানগঞ্জ এক ব্লকের নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের হাপাল মারা, কাজীপাড়া, নাটাবাড়ি, বস পাড়া প্রভৃতি এলাকায় অভিযান চালায় পুলিশ এবং প্রায় দুই বিঘা জমির গাঁজা গাছ কেটে নষ্ট করে দেয়। এরকম অভিযান আরো চালানো হবে বলে থানা সূত্রে খবর।