আরামবাগ: বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বারবার আবেদন জানিয়েও কাজ হয়নি;সেতুর দাবিতে আরামবাগে পথে নামলেন বহু মানুষ
বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বারবার আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ,সেতুর দাবিতে জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতু পুনর্নির্মাণ কমিটির পক্ষ থেকে 25 টির বেশি সংগঠনের বহু মানুষ বৃহস্পতিবার আরামবাগ শহরের পথে নেমে মিছিল করে SDO কে ডেপুটেশন দেন।অভিযোগ,রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর 4 মাস ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।ফলে আরামবাগের অর্থনৈতিক অবস্থার অবনতির পাশাপাশি সমস্ত ব্যবসায়ীদের চরম সমস্যা পড়তে হচ্ছে।অস্থায়ী ও স্থায়ী সেতু নির্মাণের দাবিতে সরব হন সকলে।