সিউড়ি ১: ছাই দিয়ে রং করা হচ্ছে সিউড়ি হাটজনবাজার রেলের ফ্লাইওভারের, এমনটাই অভিযোগ তুলে কাজ বন্ধের দাবি জানালো সিউড়ি শহর BJP
Suri 1, Birbhum | Nov 22, 2025 সিউড়ির হাটজনবাজারে রেলের ফ্লাইওভারের রং করা হচ্ছে ছাই দিয়ে। এমনটাই অভিযোগ তুলে শনিবার দিন সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে সিউড়ির হাটজন বাজারে ফ্লাইওভার তৈরির অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। কাজ বন্ধ রাখার দাবি জানাই সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে।