খোয়াই: খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রাঙ্গণে দিব্যংদের নিয়ে আয়োজিত হয়ে বসে আঁকো প্রতিযোগিতা
Khowai, Khowai | Dec 2, 2025 আজ বেলা ১২ ’টায় খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রাঙ্গণে খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে‚ এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিশ্ব দিব্যাঙ্গ দিবস — ২০২৫ ইং. উদযাপনের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় খোয়াই জেলার দিব্যং।