শিশু হত্যার ঘটনায় ২ জনকে যাবজীব্বন কারাদণ্ডের নির্দেশ আসানসোল জেলা আদালতের একটি শিশুর হত্যার অভিযোগে আজ আসানসোল জেলা আদালত বিট্টু মণ্ডল এবং তার মামা উদয় মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেন । এই মামলায় বিট্টুর ছোট ভাইও দোষী, কিন্তু সে নাবালক হওয়ায় তার বিচার হবে আদালতে বলে জানান যায়। ঘটনাটি সম্পর্কে জানা গেছে, 26 মার্চ 2023-এ 14 বছর বয়সী একটি শিশু তার বন্ধুদের সাথে খেলতে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুদিন পর তা