হরিশ্চন্দ্রপুর ১: হরিশ্চন্দ্রপুরে বসতে চলেছে বইমেলার আসর, আইনি সহায়তার একটি স্টলের ছাড়পত্র দেওয়া হল আইনজীবীকে
হরিশ্চন্দ্রপুরে বসতে চলেছে বইমেলার আসর যাকে কেন্দ্র করে বইমেলা কমিটির কর্মকর্তাদের জোর তৎপরতা রয়েছে। সে মতো একটি স্টল হবে বইমেলা প্রাঙ্গণে আইনি সহায়তা প্রদানের। আইনজীবী ওয়াসিম আকরামের হাতে এই স্টলের ছাড়পত্র কাগজ তুলে দেওয়া হল বইমেলা কমিটির কর্মকর্তাদের তরফে। বইবে বিভিন্ন স্টলের সাথে একটি আইনি সহায়তা কেন্দ্র থাকবে যেখানে আইন সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষ।