রায়গঞ্জ: শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে রায়গঞ্জের কৃষ্ণমুড়িতে অনুষ্ঠিত হোলো 'পাড়ার সংলাপ-উন্নয়নের সংলাপ' কর্মসুচী
শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়িতে অনুষ্ঠিত হোলো 'পাড়ার সংলাপ - উন্নয়নের সংলাপ কর্মসুচী। রবিবার বিকালে মন্ত্রী সত্যজিৎ বর্মন ওই কর্মসুচীতে উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় তবে বিজেপি জিতে যেতে পারে। বিজেপি জিতলে কি হতে পারে তা আপনারা জানেন। পাশাপাশি মন্ত্রী পাড়ায় সমাধান কর্মসূচীর ভুয়সী প্রশংসা করেন।