পূর্বস্থলী ১: ডেলিভারি রুম তৈরি শেষে চালু হলো শ্রীরামপুর ১০০ বেডের হসপিটালের ইনডোর পরিষেবা, হাজির মন্ত্রী, SDO, CMOH সহ বিশিষ্টজনেরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিল্ডিং এর উদ্বোধন করেছিলেন ২০২৪ সালের মার্চ মাসে। এরপর আজ মঙ্গলবার থেকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর ১০০ বেডের গ্রামীণ হসপিটাল এর ইনডোর পরিষেবা চালু হলো। এর আগেই পাবলিক হেলথ ইউনিট, সিসিটিভি পরিষেবা সমস্ত কিছু চালু হয়েছিল। এরপর আজ থেকে ইনডোর পরিসেবা চালু হল এই হসপিটালে। এদিন জেলা স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিল্ডিং এর আগেই উদ্বোধন করেছেন।