ঝালদা ২: নেশামুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে ঝালদা 2 নম্বর ব্লকের কোটশীলা এলাকায় রেলি করল ICDS দপ্তর
নেশামুক্ত ভারত অভিযানের ব্যানারে আজকে ঝালদা 2 নম্বর ব্লকের কোটশীলা এলাকাতে একটি রেলি করল ঝালদা দু'নম্বর ব্লক আইসিডিএস দপ্তর । এই রেলিটি কোটশীলা বাজারসহ বিভিন্ন পথ পরিক্রমা করে এলাকায় । রেলি থেকে নেশামুক্ত সমাজ গড়ার ডাক দেওয়া হয় ।