মথুরাপুর ২: নগেন্দ্রপুর অঞ্চলের পক্ষ থেকে অঞ্চল ভিত্তিক SIR ও সাংগঠনিক পর্যালোচনায় উপস্থিত রায়দিঘির বিধায়ক
রায়দিঘী বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের পক্ষ থেকে আজ অর্থাৎ বুধবার বিকাল তিনটে কুড়ি মিনিট নাগাদ অঞ্চল ভিত্তিক SIR ও সাংগঠনিক পর্যালোচনা আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা ও মথুরাপুর দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভূষণ ভান্ডারী ও বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সরকার সহ অন্যান বিশিষ্ট নেতৃত্বগন আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে