কেতুগ্রাম ১: কেতুগ্রামে শতাব্দীপ্রাচীন মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল পাঁচ লক্ষাধিক টাকার গহনা, পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
কেতুগ্রামের আনখোনায় কয়েকশো বছরের প্রাচীন ধর্মরাজ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। লোহার গ্রিল ভেঙে ঠাকুরের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার গহনা সহ প্রনামীর বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলেই অভিযোগ। মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি স্থানীয়দের নজরে আসে। আর এই চুরির ঘটনায় এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, আনখোনা গ্রামের ধর্মরাজ মন্দিরটি অত্যন্ত প্রাচীন ও এলাকার মানুষের কাছে জাগ্রত দেবতা হিসাবে পরিচিত।