খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর বড়জোড় গ্রামের তাঁতিপাড়ায় মা অন্নপূর্ণার প্রতিমা নিরঞ্জন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় গ্রামের মণ্ডপ থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা গোটা এলাকা ঘুরে নিরঞ্জন স্থলের দিকে এগিয়ে যায়। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল মহিলা ঢাকিদের ঢাকের তালে তালে উৎসবের আবহ। ঢাকের ছন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রঙিন আলো, ধূপ-ধুনো, উলুধ্বনি ও ভক্তদের উচ্ছ্বাসে শোভাযাত্রা পরিণত হয় এক আনন্দমুখর উৎসবে।