তুফানগঞ্জ ১: বাংলাদেশে গরু পাচারের পথে মধ্যবালাভূত এলাকায় BSF হাতে আটক ২, অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পেশ আজ
মঙ্গলবার ধৃত দুজনকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ দায়র আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধুতরা হলেন মিঠুন শেখ এবং সাইফুদ্দিন শেখ। দুজনের বাড়ি অসমের ধুবড়ি জেলার মানকাচর এলাকায়। সোমবার ভোরে দুই ব্যক্তিকে বাংলাদেশে গরু পাচারের পথে মধ্যবালাভুত এলাকায় আটক করে BSF,