চন্দ্রকোনা ২: চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর রায় কে বিদায়ী সম্বর্ধনা দিতে উপস্থিত MLA, পঞ্চায়েত সমিতির সভাপতি
এসআইআর আবহের মাঝে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায়ের পরিবর্তে দায়িত্ব পেলেন পুরুষোত্তম পান্ডে। জানা গিয়েছে পুরুষোত্তম পান্ডে খড়্গপুর টাউন থানায় ছিলেন, তিনি চন্দ্রকোনা থানায় OC - র দায়িত্ব পেলেন। অন্যদিকে OC শুভঙ্কর রায় বদলি হয়ে সবং থানায় দায়িত্ব পেলেন।