বর্ধমান ১: গৌরহাটি গ্রামে মাথায় করে ধানের বস্তা বয়ে নিয়ে যাওয়ার সময় পা পিছলে ধানের বস্তা ঘাড়ে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
আরামবাগ থানার গৌরহাটি গ্রামে মাথায় করে ধানের বস্তা বয়ে নিয়ে যাওয়ার সময় পা পিছলে ধানের বস্তা ঘাড়ে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত দোলুই(৩৭) আরামবাগ থানার গৌরহাটি গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত মঙ্গলবার নিজের জমির ধানের বস্তা মাথায় করে বয়ার সময় পা পিছলে ধান পড়ে যায় তার ঘাড়ে। ঘটনায় গুরুতর জখম হয় শ্রীকান্ত দোলুই, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আরামবাগ হাসপাতালে নিয়ে যায়