বলাগড়: মৎস্যজীবী অধিকার যাত্রা হল হুগলির বলাগরে
মৎস্যজীবী অধিকার যাত্রা হল হুগলির বলাগরে। আজ বুধবার দুপুর দুটো নাগাদ কর্মসূচি শেষে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় এদিন তাদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের ডাকে, মৎস্যজীবীজীবীদের অধিকার রক্ষার দাবিতে মিলনগড় ঘাট থেকে এক পদযাত্রা বের হয় বলাগরের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মূলত জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও এই ডাকে মোট 13 দফা দাবিতে তাদের এই,,