যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকে উপচে পড়া ভীড় রানাঘাট চার্চে। প্রসঙ্গত 25 শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব। আর সেই আনন্দ উন্মাদনার একই চিত্র রানাঘাট বেগোপাড়া চার্চে। বৃহস্পতিবার মধ্যরাতে চার্চে খ্রিস্ট ধর্মের মানুষের প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হওয়া উৎসবে বৃহস্পতিবার মেতে উঠেছে সর্বস্তরের মানুষজন। বড় দিন উপলক্ষে সেজে উঠেছে চার্চ। বসেছে মেলা। আর বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার রানাঘাট চার্চে উপচে পড়লো মানুষের ভিড়।